Tuesday, January 23, 2024

 


মাদরাসায় পড়াকালীন সময় হুজুরের একটা কথা মনে পড়ে গেলো। ক্লাসে তিনি কথার ফাকে বলেছিলেন, কখনো খেয়াল করেছো তোমরা, "লা ইলাহা ইল্লাল্লাহ" হলো সবচেয়ে সহজ জিকির? এটা বলতে গেলে মুখের ভিতর জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াইতে হয়না। না দাঁত নড়ে, না ঠোঁট নড়ে। শুধু জিহ্বাটাকে উপর নিচ করতে পারলেই হয়।

হুজুরের কথা শুনে আমরা সবাই ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম। আসলেই তো। শুধুমাত্র জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াতে হয় না। তখন আমাদের বিস্মিত মুখ দেখে বলছিলেন, আচ্ছা বলো তো, আল্লাহ তা'আলা এটার উচ্চারণ এত সহজ বানালেন কেন?

আমরা হুজুরকে জিজ্ঞেস করলাম, কেন?

তিনি বললেন, মৃত্যুর আগের ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সবকিছু অচল হয়ে পড়ে, তখন যাতে বান্দা কোনো রকম কষ্ট ছাড়াই অনায়াসে 'লা-ইলাহা-ইল্লাল্লাহ' বলতে পারে। এটাই কারণ। আর কিচ্ছু না।

!!!সুবহানাল্লাহ!!!

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.